খাশোগি হত্যা
সৌদি সম্মেলন বয়কটের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-ব্রিটেনের
প্রকাশিত : ০৯:০৯, ১৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৯:৩২, ১৯ অক্টোবর ২০১৮
সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিনিয়োগ বিষয়ক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকার।
তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি দূতাবাসে দেশটির সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের আশঙ্কা প্রবল হওয়ার পর এ সিদ্ধান্ত নিল ওয়াশিংটন ও লন্ডন।
গতকাল বৃহস্পতিবার ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, মার্কিন অর্থমন্ত্রী স্টিভ নিউচিন ও ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স রিয়াদ সম্মেলনে যোগ দিচ্ছেন না।
জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় এই প্রথম যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সৌদি আরবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিল। খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর আর বের হননি।
সৌদি কনস্যুলেট থেকে খাশোগি হত্যাকাণ্ডের সম্ভাব্য আলামত সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন তুর্কি গোয়েন্দা কর্মকর্তারা।
তুরস্কের কর্মকর্তারা উপযুক্ত দলিল-প্রমাণ পেশ করে জানিয়েছেন, খাশোগিকে ওই কনস্যুলেটের ভেতর নির্যাতন করে হত্যা করার পর তার লাশ কেটে টুকরা টুকরা করা হয়েছে। সৌদি আরব থেকে বিশেষ বিমানে করে আসা ১৫ সদস্যের একটি নিরাপত্তা দল এ কাজ করেছে। কিন্তু রিয়াদ শুরু থেকেই খাশোগি সংক্রান্ত এসব তথ্য বেমালুম অস্বীকার করে এসেছে।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/একে/
আরও পড়ুন