ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ভেঙ্গে পড়ল মার্কিন হেলিকপ্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:০৯, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার ভেঙে যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রিগ্যানের ওপর পড়েছে। এ ঘটনায় ১২ জন নাবিক আহত হয়েছেন। শুক্রবার ফিলিপাইন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট জো কেইলি জানিয়েছেন, আহত নাবিকদের দেহের চামড়া ছিলে যাওয়া থেকে শুরু করে কেটেকুটে গেছে, কারো কারো হাড় ভেঙে গেছে।

সামরিক বিষয়ক পত্রিকা টাস্ক অ্যান্ড পারপাজ এ খবর দিয়েছে। বেশি আহত সেনাদেরকে ফিলিপাইনের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেলিকপ্টার দুর্ঘটনা ও সেনাদের আহত হওয়ার খবর দিলেও সেনা মুখপাত্র ওই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু বলেন নি।

তিনি বলেন, আহত সেনাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।

পত্রিকাটির খবর অনুসারে, জাহাজ থেকে হেলিকপ্টারটি ওড়ার পরপরই জরুরিভিত্তিতে নামতে গেলে দুর্ঘটনায় পড়ে।

তথ্যসূত্র : পার্সটুডে

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি