ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

খাশোগির পরিবারের প্রতি সমবেদনা সৌদি সরকারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২২ অক্টোবর ২০১৮

এবার সৌদি  সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে সমবেদনা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

খাশোগির ছেলে সালাহকে ডেকে এনে এই সমবেদনা জানান তারা। সৌদি প্রেস এজেন্সি এই খবর দিয়েছে।

ওই রিপোর্টে বলা হয়েছে যে, খাশোগির ছেলে সালাহ সৌদির রাজা এবং ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, এটা ছিল মারাত্মক ভুল। আমারা তাদের ব্যথা বুঝি। তাই খাশোগির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন।

গত ২ অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর তিনি আর বেরিয়ে আসেননি। সৌদি আরব প্রথমে দাবি করেছিল, খাশোগি কাজ শেষে কনস্যুলেট থেকে বের হয়ে গেছেন।

এরপর শুক্রবার সৌদি আরব স্বীকার করেছে,  কনস্যুলেটের ভেতরেই নিহত হয়েছেন খাশোগি। হাতাহাতির ঘটনায় তিনি নিহত  হয়েছেন বলে দাবি করা হয়।

তারা বলেছে,কনস্যুলেট ভবনের ভেতরে খাসোগির সঙ্গে যারা সাক্ষাৎ করেছিলেন, তাদের সঙ্গে তার মারামারি শুরু হয়। আর তা শেষ হয় খাসোগির মৃত্যুর মাধ্যমে। মরদেহ কোথায় রয়েছে তা এখনও জানায় নি রিয়াদ। কিন্তু সৌদির এ বক্তব্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি