খাশোগি হত্যা
সমালোচনার মধ্যেও সৌদি প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ মার্কিন কর্মকর্তার
প্রকাশিত : ০৯:৩২, ২৩ অক্টোবর ২০১৮
সৌদি সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত থাকার অভিযোগ ক্রমেই জোড়ালো হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্টিভেন মুনচিন সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে দেখা করেছেন। তিনি সোমবার রিয়াদে তার সঙ্গে দেখা করেন।
এই সাক্ষাৎকার সম্পর্কে সৌদি আরবের রাষ্ট্রিয় সংবাদ মাধ্যম বলছে, তাদের এই বৈঠকে সৌদি-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও জোড়ালো হবে। তবে এই বৈঠক সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনও ধরণের মন্তব্য আসেনি।
এদিকে গত ২ অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর সাংবাদিক জামাল খাশোগি আর বেরিয়ে আসেননি। সৌদি আরব প্রথমে দাবি করেছিল, খাশোগি কাজ শেষে কনস্যুলেট থেকে বের হয়ে গেছেন।
এরপর শুক্রবার সৌদি আরব স্বীকার করেছে, কনস্যুলেটের ভেতরেই নিহত হয়েছেন। হাতাহাতির ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
তথ্যসূত্র: বিবিসি
এমএইচ/
আরও পড়ুন