আমি একজন জাতীয়তাবাদী: ট্রাম্প
প্রকাশিত : ১১:০৪, ২৪ অক্টোবর ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন এর টয়োটা সেন্টারে নির্বাচনী এক প্রচারণায় নিজেকে জাতীয়তাবাদী বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি মার্কিন সিনেটর টেড ক্রুজের পক্ষে প্রচারণার সময় তিনি এ কথা বলেন।
তিনি এমন এক সময় নিজেকে জাতীয়তাবাদী বলে ঘোষণা করলেন যখন দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নভেম্বরেই সেই নির্বাচন।
ট্রাম্প বলেন, আমরা রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রকে বিশ্বে প্রথম পর্যায়ে রাখছি। কিন্তু এটা গত কয়েকট দশক ধরে চর্চা করা হয়নি। দেশের মানুষের কল্যাণের জন্য চেষ্টা করছি।
ডেমোক্রেটরা নিজেদের জাতীয়তাবাদী হিসেবে উল্লেখ করলেও তাদেরকে সম্রাজ্যবাদী হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।
সম্প্রতি মেক্সিকো ও কানাডার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক চুক্তির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের মানুষের সার্বিক উন্নয়নে আমরা নজর রাখছি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জন’স ক্যাবিনেট মিটিংয়ে দেশেটির অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি জনকে একজন ‘সাম্রাজ্যবাদী’ হিসেবে আখ্যায়িত করেন। তখন তিনি বলেন, তিনি হতে পারে একজন সম্রাজ্যবাদী, কিন্তু আমি থাকে পছন্দ করি।’
এদিকে ওই নির্বাচনি প্রচারণায় সিনেটর টেড ক্রুজও বক্তৃব্য রাখেন। মধ্যবর্তী নির্বাচনে টেড ক্রুজ প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্রেটিক বেটো ওরউকের বিরুদ্ধে।
তথ্যসূত্র: আল জাজিরা
এমএইচ/
আরও পড়ুন