ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে ৮ হাইপ্রোফাইল মার্কিনিকে বোমা পাঠানো হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে পার্সেলে করে বোমা পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত প্রায় একই ধরনের বোমা যুক্তরাষ্ট্রের আটজন হাইপ্রোফাইল ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। 

পার্সেলে করে এই বোমা পাঠানো শুরু হয় সোমবার থেকে। ওই দিন বোমা পাঠানো হয় ডেমোক্রেটিক দলের অন্যতম দাতা সদস্য জর্জ সুরুসের কাছে। এটি পাওয়া যায় তার পোস্ট বক্সে। 

যাদেরকে এই বোমাগুলো পাঠানো তারা সবাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনাকারী হিসেব পরিচিত। 

এ পর্যন্ত যাদের কাছে বোমা পাঠানো হয়েছে তারা হলেন-

১) ব্যাবসায়ী জর্জ সুরুস

২) সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন

৩) সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

৪) সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন

৫) সাবেক সিআইডি পরিচালক জন ব্রেনেন

৬) সাবেক অ্যাট্রনি জেনারেল ইরিক হোল্ডার

৭) ক্যালির্ফোনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেস নারী মেক্সিন ওয়াটার্স

৮) অভিনেতা রবার্ট ডি নিরো

এমন এক সময় এ বোমাগুলো পাঠানো ঘটনা ঘটল যখন দুই সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রের মধ্যবতী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র : বিবিসি

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি