ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ইরানের বিরুদ্ধে আবারও সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ আনলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার এক বক্তৃতায় ইরানের বিরুদ্ধে তিনি এই অভিযোগ আনেন। 

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিবেশ বিস্তারে সহযোগিতা করছে।  তিনি এ সময় ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রতি সমর্থন জানান।

পম্পেও বলেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঠিক কাজটি করেছেন।

এর আগেও একাধিকবার ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার দায়ে অভিযুক্ত করেছিলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় তিনি গত ৬ আগস্ট ইরানের বিরুদ্ধে কিছু বেআইনি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। আগামী ৫ নভেম্বর থেকে ইরানের তেল ও ব্যাংকিং খাতের ওপরও মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে যাচ্ছে।

মার্কিন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে আমেরিকার ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিবাদ হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরাইলের অন্যায় ও অবৈধ পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে ইরান প্রধান অন্তরায় হয়ে রয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি