ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শ্রীলংকার প্রধানমন্ত্রী বরখাস্ত, দায়িত্বে রাজাপাকসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৫০, ২৭ অক্টোবর ২০১৮

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসকে।

শাসক জোটের পতনের পর দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শুক্রবার এ ঘোষণা দেন। 

শুক্রবার সিরিসেনার দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) ঘোষণা দেয় যে, তারা বর্তমান সরকারের জোটটি ভেঙ্গে দিতে চায়। এই ঘোষণার পর কার্যত জোটটির পতন ঘটে। 

এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়া রনিল বিক্রমাসিংহ সিরিসেনার এই সিদ্ধান্ত মানতে রাজি হননি।

তিনি বলেন, ‘আমিই প্রধানমন্ত্রী এবং হাউসে আমারই সংখ্যাগরিষ্ঠতা বেশি। সংবিধান অনুসারে আমিই প্রধানমন্ত্রী। আমাকে সরিয়ে দেওয়া সম্পূর্ণ অবৈধ।’

এর প্রতিক্রিয়া হিসেবে অর্থমন্ত্রী মঙ্গলা সামারভাইরা গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রনিলকে পদচ্যুত করতে পারেন না। এটি একটি গণতন্ত্রবিরোধী অভ্যুত্থান।’

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি