ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৫০, ২৯ অক্টোবর ২০১৮

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের পর ১৮৮ আরোহী নিয়ে লায়ন এয়ারের একটি প্লেন সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। সোমবার সকালে জাকার্তা বিমানবন্দর থেকে ওড়ার পর ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে উড্ডয়নের কিছুক্ষণের পর থেকেই প্লেনটির খোঁজ মিলছিল না।

পরে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, এটি নিশ্চিত যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে।

লায়ন এয়ারের কর্মকর্তারা জানান, জেটি-৬১০ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। এক ঘণ্টা পরই প্লেনটির সেখানে অবতরণের কথা ছিল। কিন্তু পরে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না।

প্রাথমিকভাবে যাত্রীদের সংখ্যা ১৮৮ জন বলা হলেও প্লেনটিতে মোট কতজন যাত্রী ছিলেন সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তথ্যসূত্র : বিবিসি

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি