ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট বোলসোনারো
প্রকাশিত : ১২:১২, ২৯ অক্টোবর ২০১৮

কট্টর ডানপন্থী নেতা জেইর বোলসোনারো হলেন ব্রাজিলের নয়া প্রেসিডেন্ট। ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষের তথ্য মতে বোলসোনারো কাস্টিং ভোটের মধ্যে ৫২ দশমিক ২ ভাগ ভোট পেয়েছেন। আর তাঁর প্রতিদ্বদ্বি বামপন্থী ওয়ার্কার্স পার্টির নেতা ফার্নান্দো হাদ্দাদ পেয়েছেন ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট।
বেসরকারি হিসেবে দেখা যাচ্ছে সোশ্যাল লিবারেল পার্টির নেতা বোলসোনারো তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
বোলসোনারো তার বিজয়ী ভাষণে বলেন, তার সরকার হবে দেশটির গণতন্ত্র ও সংবিধানের ধারক। তিনি বলেন, এটা কোনও দলীয় কিংবা ব্যক্তি হিসেবে আমার প্রতিশ্রুতি নয়। এটা ঈশ্বরের কাছে আমার শপথ।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনের আগে ডানপন্থী নেতা জেইর বোলসোনারো দুর্নীতি দমন ও দেশটিতে অতিমাত্রার অপরাধ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনী প্রচারণায় বেশ উদ্বেগজনক পরিস্থিতির তৈরি হয়েছিল। গত ৬ সেপ্টেম্বর এক নির্বাচনী প্রচারণায় ছুরিকাঘাতের শিকার হন বোলসোনারো। বলা হচ্ছে, এরপরই তার জনপ্রিয়তা বেড়ে যায় প্রায় ২৮ শতাংশ।
বোলসোনারোর জয়ের মধ্য দিয়ে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক এই দেশটিতে ডানপন্থী দলের আবির্ভাব হলো। এর আগে ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৩ বছর দেশটিতে ক্ষমতায় ছিল বামপন্থী ওয়ার্কার্স পার্টি। দেশটির সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসনের পর গত দুই বছর ক্ষমতায় ছিলেন কনসারভেটিভ পার্টির মাইকেল টিমার। তবে ব্রাজিলিয়ানদের মাঝে তার বিন্দুমাত্রও জনপ্রিয়তা ছিল না।
সূত্র : বিবিসি।
/ এআর /
আরও পড়ুন