ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘নিষেধাজ্ঞা দিয়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ৩০ অক্টোবর ২০১৮

ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র লক্ষ অর্জনে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। 

সোমবার তুরস্ক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ইস্তাম্বুল সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ৪ নভেম্বর ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা কার্যকর করা হলে নতুন কোনো ঘটনা ঘটবে না বরং যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা ব্যর্থ হবে।

মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব প্রতিহত করার লক্ষ্যে ইউরোপীয় দেশগুলো যে ব্যবস্থা নিতে যাচ্ছে তার প্রতি আশাবাদ ব্যক্ত করে মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি বলেন, ইরান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি কোণঠাসা হয়ে পড়বে।

ইরান, তুরস্ক ও আজারবাইজানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার বিশেষ করে ট্রানজিট ইস্যু নিয়ে আলোচনা করার জন্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ইস্তাম্বুল পৌঁছেছেন। ত্রিপক্ষীয় বৈঠক ছাড়াও আজ (মঙ্গলবার) তিন পররাষ্ট্রমন্ত্রী পরস্পরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবেন বলে কথা রয়েছে।

তথ্যসূত্র : পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি