ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ার বিমান বিধ্বস্ত

লায়নের ‘টেকনিক্যাল ডিরেক্টর’ বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১ নভেম্বর ২০১৮

ইন্দোনেশিয়ার লায়ন এয়ার লাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হওয়ার পর এর প্রযুক্তি বিষয়ক পরিচালক এবং কয়েকজন টেকনিশিয়ানকে বরখাস্ত করেছেন দেশটির পরিবহণমন্ত্রী। ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা আন্তারা এ খবর দিয়েছে।
গত সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পাংকাল পিনাং শহরে যাওয়ার জন্য ওড়ার ১৩ মিনিটের মধ্যে সমুদ্রের ওপর বিমানটি বিধ্স্ত হয়। এ ঘটনায় ১৮৯ আরোহীর সবাই নিহত হন।  
লায়ন এয়ারলাইন্সের টেকনিক্যাল ডিরেক্টর ও কয়েকজন টেকনিশিয়ানকে বরখাস্ত করা প্রসঙ্গে ইন্দোনেশিয়ার পরিবহণমন্ত্রী বুদি কারিয়া সুমাদি বলেন, ‘আজকে আমরা লায়ন এয়ারলাইন্সের পরিচালককে বরখাস্ত করেছি। বেশ কয়েকজন টেকনিশিয়ানকেও বরখাস্ত করা হয়েছে।’

এ সময় তিনি সোমবারের দুর্ঘটনার কথা উল্লেখ করেন। তবে এসব বহিষ্কারাদেশ সাময়িক নাকি স্থায়ী তা পরিষ্কার নয়।

সূত্র : পার্সটুডে

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি