ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

এসিড দিয়ে পোড়ানো হয় খাশোগির মরদেহ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২ নভেম্বর ২০১৮

পুড়িয়ে ফেলা হয়েছে সাংবাদিক জামাল খাশোগির দেহ। তাকে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে এসিড দিয়ে পোড়ানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উপদেষ্টা ইয়াসিন আক্তার এ কথা বলেন। তার বরাতে তথ্য জানিয়েছে বিবিসি।    

এরদোয়ানের উপদেষ্টা ইয়াসিন আক্তে বলেন, খাশোগিকে হত্যার ঘটনা ধামাচাপা দিতে ও মরদেহ নিশ্চিহ্ন করতে তার টুকরো টুকরো মরদেহ এসিড দিয়ে পুড়িয়ে ফেলে সৌদি কিলিং স্কোয়াড। যাতে করে ভবিষ্যতে কেউ তার মরদেহের কোনো হদিস না পায়।

তিনি আরও বলেন, ‘খাশোগির মরদেহ কোনও চিহ্ন না রাখার জন্য তারা এ কাজ করেছে। এখন আমরা এটাও জানতে পারলাম তারা শুধু খাশোগির মরদেহ শুধু লুকিয়ে ফেলেনি, সেটাকে অদৃশ্য করে দিয়েছে।’

শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে সৌদি যুবরাজের ফোনালাপের বিষয়। সেখান থেকে জানা যায়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসের সঙ্গে ফোনালাপে সাংবাদিক জামাল খাশোগিকে ‘ভয়ঙ্কর উগ্রবাদী’ এবং ‘মুসলিম ব্রাদারহুডের সদস্য’ হিসেবে বর্ণনা করেছিলেন

সৌদি রাজতন্ত্রের সমালোচক হিসেবে পরিচিত ও ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে ঠিক এক মাস আগে অর্থাৎ ২ অক্টোবর হত্যা করা হয়। ওইদিন তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর ১৫ সদস্যের একটি কিলিং স্কোয়াড খাশোগিকে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে।

গণমাধ্যম ও পশ্চিমা বিশ্বের চাপে এ ঘটনার ১৭ দিন পর সৌদি আরব স্বীকার করে খাশোগিকে তারাই হত্যা করেছে। তবে তার মরদেহের কোনো হদিস দেয় নি তারা। এবার জানা গেল খাশোগিকে হত্যার পর তার টুকরো করা মরদেহ এসিড দিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়া হয়।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি