ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উচ্চকক্ষে রিপাবলিকান ও নিম্নকক্ষে ডেমোক্রেটদের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫১, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকনাকে হারিয়ে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে ডেমোক্রেটসরা।এর মাধ্যমে ডেমোক্রেটরা আট বছর পর নিম্নকক্ষে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হলো।

অপরদিকে উচ্চকক্ষ সিনেটে আধিপত্য প্রতিষ্ঠা করেছে ট্রাম্পের দল রিপাবলিকান। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রিপাবলিকানরা সিনিটে ৫১টি আসনে পেয়েছে। অপরদিকে ডেমোক্রেটরা পেয়েছে ৪৩টি আসন। ফলাফল বাকি আছে আর ১২টি আসনের।

এখন পর্যন্ত নিম্নকক্ষ হাউসের ফলাফলে ১৯৪ টি আসন পেয়ে এগিয়ে আছে ডেমোক্রেটরা। অপরদিকে রিপাবলিকানরা পেয়েছে ১৭৮টি আসন।

তথ্যসূত্র : বিবিসি ও সিএনএন

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি