ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১০, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলে চিফ অব স্টাফ মাথ্যু হুইটাকেরকে দায়িত্ব দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরের দিনই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিলেন দেশটির প্রেসিডেন্ট।
স্থানীয় সময় বুধবার এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। টুইটারে তিনি লেখেন- সেশনসকে এতদিন দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ। তার মঙ্গল কামনা করছি।
ট্রাম্প টুইটবার্তায় আরও জানান, সেশনসকে অস্থায়ীভাবে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থানে চিফ অব স্টাফ মাথ্যু হুইটাকেরকে দায়িত্ব দেয়া হচ্ছে। হুইটাকের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করতে গিয়ে বিতর্কিত হয়েছেন।
সূত্র : বিবিসি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি