ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যালিফোনিয়ায় বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:১১, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়ায় এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১০ জনের মতো। একটি বারে গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটে। লঞ্চ অ্যাঞ্জলের ৫০ কিলোমিটার পশ্চিমে একটি বারে এ হামলা করা হয়। বুধবার রাতে প্রথমে হামলা করা হয় আর বৃহস্পতিবার আরও ১০ জন আহত হন।

সেখানের একজন বর্ণনা করে বলেন, সেখানে এক ভয়াভহ দৃশ্য দেখা যায়। চার দিকে শুধু রক্ত আর রক্ত। মানুষ চারি দিকে ছুটছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, সেখানে ৩০টির মতো গুলি ছুড়া হয়েছে। সেখান থেকে একজন নারী বের হয়ে আসেন তার হাতে রক্ত। তার বন্ধুর গাধে গুলি লেগেছে।

তথ্যসূত্র: আল জাজিরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি