ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচ মিনিটে ৩০০ কোটি ডলারের ব্যবসা আলিবাবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনশো কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে চিনের ই-কমার্স সংস্থা আলিবাবা। রবিবার এই বিপুল পরিমাণ বিক্রির রেকর্ড করে প্রতিষ্ঠানটি। সংস্থাটির পক্ষ থেকে অল্প সময়ের মধ্যে এই পরিমাণ বিক্রিকে বিশ্বের মধ্যে সব থেকে বড় কেনাকাটা বলে দাবি করা হয়েছে।

বিক্রিত পণ্যের মধ্যে প্রথম দিকে রয়েছে অ্যাপল, শাওমির মতো বহুল প্রচলিত সংস্থার জিনিস।

সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে গত ২৪ ঘণ্টায় পঁচিশশো কোটি মার্কিন ডলারের বেশি ব্যবসা করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রাঙ্কফুট, টোকিয়োর মতো শহর থেকে প্রচুর অফার এসেছে।

সম্প্রতি চিনের উপর বিভিন্ন মার্কিন নিষেধাজ্ঞার কারণে আলিবাবার রোজগার অনেকটাই কমেছে। সেই প্রেক্ষিতে এই বিপুল পরিমাণ ব্যবসা সংস্থাকে অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র : আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি