১৮ নভেম্বর ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশিত : ১১:২৩, ১২ নভেম্বর ২০১৮
ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আর্ল আর মিলার। তিনি আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে আসবেন।
মিলার এর আগে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
বাংলাদেশে আসার পর নবনিযুক্ত এই রাষ্ট্রদূত রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন বলে এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ২০১৪ সাল থেকে বতসোয়ানায় দায়িত্ব পালন করে আসছিলেন। মিলার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিনিয়র আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা (২০০০-২০০৩) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ভারত (২০০৮-২০১১), ইরাক (২০০৭-২০০৮) এবং ইন্দোনেশিয়ায় (২০০৪-২০০৭) দায়িত্ব পালন করেন। মিলার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল হিসেবেও (২০১১-২০১৪) দায়িত্ব পালন করেছেন।
এমএইচ/
আরও পড়ুন