ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি না হওয়ায় পুতিনের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ১৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন হয়নি এবং হোয়াইট হাউজের সঙ্গে সম্পর্কের উন্নতি আশাও করে না ক্রেমলিন। রোববার মস্কোয় এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার সিঙ্গাপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের অবকাশে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে একথা বলেন পেসকভ। তিনি বলেন, পেন্সের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন পুতিন।

পেসকভ আরো জানান, সিঙ্গাপুর বৈঠকে মাইক পেন্স আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগটি পুনর্ব্যক্ত করেন।

রাশিয়ার সীমান্তের দিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের আগ্রাসী তৎপরতা, বাল্টিক সাগর নিয়ে দ্বন্দ্ব এবং সিরিয়া পরিস্থিতি নিয়ে ২০১৪ সাল থেকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার সম্পর্কে তিক্ততা বিরাজ করছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ সে তিক্ততাকে আরো গভীর করেছে।

ডেমোক্র্যাট পার্টি অভিযোগ করছে, রাশিয়া ওই নির্বাচনে হস্তক্ষেপ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে; যদিও মস্কো বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি