ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের মোকাবেলায় সিরিয়ার আকাশে রাশিয়ার জঙ্গিবিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২০ নভেম্বর ২০১৮

সিরিয়া যুদ্ধে রাশিয়া তার পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক জঙ্গিবিমান সুখোই-৫৭ ব্যবহার করেছে। এ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জনিয়েছে, গত মাসে রাশিয়া এ বিমানের যুদ্ধ-সক্ষমতা পরীক্ষা করেছে।

আমেরিকা যে স্টিলথ এফ-২২ র‍্যাপ্টর জঙ্গিবিমান তৈরি করেছে তা মোকাবেলার জন্য রাশিয়া সুখোই এসইউ-৫৭ বিমান তৈরি করেছে। আশা করা হচ্ছে- ২০১৯ সালে এ বিমান রুশ বাহিনীতে নিয়মিত যুদ্ধবিমান হিসেবে যুক্ত হবে।

গত ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরাইল বলেছিল, তাদের স্যাটেলাইটের মাধ্যমে অন্তত দুটি এসইউ-৫৭ বিমান শণাক্ত করা সম্ভব হয়েছে। সিরিয়ার পশ্চিমে উপকূলীয় হেমেইমিম বিমানঘাঁটিতে ওই বিমান দেখা গেছে।

এছাড়া, গত ৯ মে রাশিয়ার রাজধানী মস্কোয় যে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল তাতে এসইউ-৫৭ বিমান অংশ নিয়েছিল। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় এ বিমান অন্তত ১০ বার উড়েছে এবং সফলতার সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা শেষ করেছে। রুশ মন্ত্রণালয় যে ভিডিও প্রকাশ করেছে তাতে বিমানের ওঠানামা ও আকশে ওড়ার দৃশ্য দেখা গেছে। রুশ মন্ত্রণালয় বলছে, এসইউ-৫৭ বিমান ওড়ানোর মধ্যদিয়ে যুদ্ধক্ষেত্রের প্রকৃত অবস্থা যাচাই করা হয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি