ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলেকজান্ডারকে পরাজিত করে ইন্টারপোল প্রধান কিম জং ইয়াং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার শক্ত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং। সাবেক ইন্টারপোল প্রধান নিখোঁজ হলে গত সেপ্টেম্বর থেকেই তিনি ইন্টারপোলের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (২১ নভেম্বর) দুবায়ে অনুষ্ঠিত বাৎসরিক সভায় ইন্টারপোলের ১৯৪টি সদস্য দেশের প্রতিনিধিরা কিম জং ইয়াংকে সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন।

কিম জং ইয়াং রাশিয়ার আলেকজান্ডার প্রোকোপচুককে পরাজিত করে ইন্টারপোলের প্রেসিডেন্ট মনোনিত হয়েছেন। ক্রেমলিনের সমালোচকদের আটকে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানার অপব্যবহারের দায়ে ইতোমধ্যে প্রোকোপচুক সমালোচিত। তবে রাশিয়া এই নির্বাচনকে ‘নজিরবিহীন চাপ ও হস্তক্ষেপ’ বলে অভিযোগ করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি