‘সৌদিকে সহায়তা না দিলে সংকটে পড়বে ইসরাইল’
প্রকাশিত : ০৮:২৯, ২৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:৩৫, ২৫ নভেম্বর ২০১৮
‘সৌদি আরবের প্রতি মার্কিন সমর্থন-সহায়তা বন্ধ হলে ইসরাইল কঠিন সংকটের শিকার হবে’- বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক খাশোগি হত্যায় যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের হাত থাকার ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে জোরালো প্রমাণ থাকার খবরের প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেছেন।
খাশোগি হত্যায় জড়িত থাকার দায়ে সৌদি সরকারের প্রতি মার্কিন সাহায্য-সহায়তা ও সমর্থন বন্ধের দাবি ঘরে-বাইরে জোরালো হয়ে ওঠার কারণে চাপের মুখে রয়েছে মার্কিন সরকার।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার ফ্লোরিডায় একই প্রসঙ্গে সৌদি সরকারের প্রতি তার সরকারের সমর্থনের যুক্তি দেখিয়ে বলেন, সৌদি সরকার আমাদের খুবই শক্তিশালী মিত্র। এই সরকারের অনুপস্থিতিতে ইসরাইল বড় ধরনের সংকটে পড়বে।
সৌদি সরকার তেলের দর কমিয়ে রাখছে বলেও তিনি উল্লেখ করেন। সৌদি সরকারের সঙ্গে সুসম্পর্ক হারালেই বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেবে এবং তেলের দর ব্যারেল প্রতি ৫০ ডলার করে বেড়ে যাবে। সৌদি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল অংকের পুঁজি বিনিয়োগ করে রেখেছে বলেও ট্রাম্প উল্লেখ করেন।
সূত্র : পার্সটুডে
এসএ/
আরও পড়ুন