ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিনদুপুরে বিমান চুরি করল দুই কিশোর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ২৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দুই কিশোরের কীর্তি হলিউডি সিনেমাকেও হার মানাবে। টাকাপয়সা নয়, আস্ত উড়োজাহাজ চুরি করে নিল দুই কীর্তিমান, যাদের বয়েস যথাক্রমে ১৪ ও ১৫।

একটি সর্বভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উইনাট কাউন্টির অফিস থেকে একটি ছোট বিমান চুরি হয়ে গেছে। 

তদন্তকারীরা আসরে নেমে জানতে পারেন, দুই কিশোর একটি ট্র্যাক্টর জোগাড় করে উইনাট কাউন্টির অফিসে চলে আসে। সেখান থেকে একটি সিঙ্গল ইঞ্জিন স্পোর্টস এয়ারক্রাফট চুরি করে তারা চম্পট দেয়।

এর পরে উইনাট শহরের মাত্র ৩২ মাইল দূরে বিমানটিকে উড়তে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। জিজ্ঞাসাবাদের মুখে নির্বিকার কিশোররা জানায়, তারা বিমানটি নিয়ে ওয়াশাচ শহরে পাড়ি দেওয়ার মতলবে ছিল। শেষ মুহূর্তে তারা পরিকল্পনা বদলে ফেলে।

আপাতত স্প্লিট মাউন্টেন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এই দুই কিশোরকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি