ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রুশ রাষ্ট্রদূত হত্যা

নির্দেশ দেন গুলেন অনুসারি ছদ্মবেশী এক ‘ইমাম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২৪, ২৬ নভেম্বর ২০১৮

তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে হত্যা করেছে ফতেহউল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন বা এফইটিও। এ সংগঠনের এক ছদ্মবেশী ইমামের কাছ থেকে গুপ্তঘাতক হত্যার ১০ দিন আগে নির্দেশ পান। তুরস্কের সরকারি কৌঁসুলি অভিযোগপত্রে একথা বলেছেন।
সম্প্রতি তুরস্কের সরকারি কৌঁসুলি ২৮ জন সন্দেহভাজনের বিরুদ্ধে চার্জশীট দেন।  এর মধ্যে আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা কথিত ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের নামও রয়েছে। দুই বছর তদন্ত শেষে তুর্কি সরকারি কৌঁসুলি এ অভিযোগপত্র দিলেন।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আন্দ্রে কার্লভের হত্যাকাণ্ডে তুরস্কের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষের কর্মকর্তা সাহিন সোগুত ইমামের ছদ্মবেশে মেভলুত মের্ত আলতিনতাসকে হত্যার নির্দেশ দেন। এ বিষয়ে আলতিনতাস ও সোগুত সামাজিক যোগাযোগের মাধ্যম ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতেন।
হতাকাণ্ডের ১০ দিন আগে সোগুত ও আলতিনতাস যোগাযোগ করেন এবং সে সময় হত্যার বিষয়ে আলতিনতাসকে প্রয়াজনীয় দিকনির্দেশনা দেন সোগুত। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর আন্দ্রে কার্লভকে একটি অনুষ্ঠানে হত্যা করা হয়।

সূত্র : পার্সটুডে

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি