ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

উসকানি থেকে বিরত থাকুন : ইউক্রেনকে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৯:২৬, ২৭ নভেম্বর ২০১৮

ক্রিমিয়ার কাছে আজোভ সাগরের কের্চ প্রণালীতে রাশিয়া বিপজ্জনক উসকানি থেকে বিরত থাকার জন্য ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছে। ওই এলাকা থেকে রাশিয়া ইউক্রেনের তিনটি জাহাজ আটক করেছে।
সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন বিপজ্জনক পদ্ধতিতে আন্তর্জাতিক রীতি ও প্রথা ভঙ্গ করেছে; তাদের এই পদক্ষেপ কের্চ এলাকায় জাহাজ চলাচলের ক্ষেত্রে  হুমকি এবং ঝুঁকি সৃষ্টি করেছে।
এছাড়া, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ক্রিমিয়ার কাছে রাশিয়ার পানি সীমা লঙ্ঘন করার ঘটনায় ইউক্রেনের শীর্ষ পর্যায়ের কূটনীতিককে তলব করবে মস্কো।
কের্চ প্রণালীর কাছ থেকে রোববার ইউক্রেনের দুটি যুদ্ধজাহাজ ও একটি টাগবোট আটক করেছে রাশিয়া। এসব নৌযান অবৈধভাবে রাশিয়ার পানিসীমা লঙ্ঘন করেছিল। এসব যান আগে থেকে রাশিয়াকে ওই এলাকায় প্রবেশের কথা জনায় নি এবং থামার জন্য সতর্ক সংকেত দেয়া হলেও তা উপেক্ষা করেছে।

সূত্র : পার্সটুডে

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি