ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৫, ২৭ নভেম্বর ২০১৮

তুরস্কের ইস্তাম্বুল শহরের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চার সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার ইস্তানবুলের সামানদিরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পাশের একটি আবাসিক এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। 

আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের সামানদিরা ঘাঁটি থেকে উড়ে হেলিকপ্টারটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছিল। তবে কী কারণে সেটা বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। আহত সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিধ্বস্তের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক এলাকার মধ্যে বিধ্বস্ত হয়েছে এবং হেলিকপ্টারের টুকরোগুলো রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

তুরস্কে বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে’র ব্যাপক তৎপরতা রয়েছে এবং গেরিলা এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এর আগে কয়েকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

সূত্র: পার্সটুডে

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি