ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২৪, ১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক টুইটের মাধ্যমে তার মৃত্যুর কথা ঘোষণা দেন তার ছেলে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

টুইটারে তিনি উল্লেখ করেন, জেব, নেইল, মারভিন ও আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৯৪টি উল্লেখযোগ্য বছর পার করে তিনি মারা গেছেন। আমাদের প্রিয় বাবা আর নেই।

তিনি বলেন, জর্জ এই. ডব্লিউ. বুশ উন্নত চরিত্রের একজন মানুষ ছিলেন। ছেলে ও মেয়েদের জন্য তিনি ছিলেন একজন ভালো বাবা।

তার অন্যতম কৃতিত্ব হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে রাশিয়ার সঙ্গে ঠাণ্ডা যুদ্ধের অবসানে বিশেষ ভূমিকা পালন করা।

তথ্যসূত্র: এএফপি

এমএইচ/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি