ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রয়াত বুশের প্রতি ট্রাম্পের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫২, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই শ্রদ্ধা জানান তিনি।

ট্রাম্প প্রয়াত বুশের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়াশিংটনের সমাধিস্থলে সংক্ষিপ্ত সফরে যান। এদিকে আগামী বুধবার ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে বুশের শেষকৃত্য অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তাই এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছন ট্রাম্প। তিনি শেষকৃত্যে যোগ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের প্রতি সম্মান জানাতে বুশের পরিবারের পাশে থাকতে চাই।’

বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেন যুক্তরাষ্ট্রের ৪১তম এই প্রেসিডেন্টের প্রতি সম্মান জানাতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এজন্য লাশবাহী কফিনকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকায় মুড়ে রাখা হয়েছে।

তথ্যসূত্র: এএফপি 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি