ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

প্রতিদিন গড়ে ২০ সৈন্য নিহত হয় আফগানিস্তানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৩৩, ১১ ডিসেম্বর ২০১৮

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ সঘানি বলেছেন, দেশটিতে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫২৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এই সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। গড়ে প্রতিদিন দেশটিতে ২০ জন নিরাপত্তা কর্মী নিহত হচ্ছে। 

দেশটির গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ৭৯৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং পাঁচ হাজার ২৫২ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দেশটিতে তালেবানের আত্মঘাতি বোমা হামলায় চার জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ছয় জন আহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলে এই আত্মঘাতি হামলা হয়।

উল্লেখ্য, দেশটিতে ২০২১ সাল থেকে তালেবার হামলা চালিয়ে আসছে। তালেবানদের ঠেকানোর জন্য আমেরিকা আফগানিস্তানকে সহায়তা করে আসছে।

তথ্যসূত্র: আল জাজিরা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি