ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে কয়লা খনিতে ১৩ ব্যক্তির মৃত্যুর আশঙ্কা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩০, ১৫ ডিসেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

ভারতের মেঘালয়ের একটি কয়লার খনিতে আটকেপড়া ১৩ ব্যক্তির মৃতের আশংকা করা হচ্ছে। মেঘালয়ের রাজধানী শিলং থেকে ১৪০ কিলোমিটার দূরবর্তী পূর্ব জেনশিয়ার সেইপাং থানাধীন লা লাইটিন নদী তীরবর্তী কেসানে এ ঘটনা ঘটে।

শুক্রবার স্থানীয় পুলিশ এ তথ্য জানায়। পুলিশ জানায় কয়লা খনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করা হচ্ছিল।

পুলিশ জানায়, ‘গতকাল কেসান এলাকায় লুমথারি গ্রামের তিন বাসিন্দাসহ ১৩ জনের আটকে পড়ার কথা জানা গেছে। বন্যার কারণে তারা সেখানে আটকে পড়ে।’

তারা জানায়, পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে খনিতে কাজ করায় অভ্যস্ত স্থানীয়দের সহায়তায় উদ্ধার প্রক্রিয়া চলছে। আমাদের পক্ষে গতকাল থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদেরকে জীবিতাবস্থায় উদ্ধার করা সম্ভব নাও হতে পারে।

সেখানকার স্থানীয় কর্মীরা জানান, ভারতের পরিবেশ বিষয়ক আদালত ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল-এর নিষেধাজ্ঞা থাকা সত্বেও সেখানে প্রায়ই অবৈধভাবে কয়লা উত্তোলন করা হয়। 

তথ্যসূত্র: সিনহুয়া 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি