ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফাদার ক্রিসমাস সেজে শিশুদের আনন্দ দিলেন ওবামা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪৩, ২০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ওয়াশিংটনে অসুস্থ শিশুদের সামনে চমক নিয়ে হাজির হন। তিনি ফাদার ক্রিসমাস সেজে শিশুদের আনন্দদান করেন।

সান্তা টুপি পড়ে দুহাত ভর্তি উপহার নিয়ে ওবামা চিল্ড্রেন’স ন্যাশনাল হাসপাতালে যান। শিশুরা তাকে এই রূপে দেখে উৎফুল্ল হয়ে ওঠে। তিনি তাদের উপহার দেন ও জড়িয়ে ধরেন।

ওবামা হাসপাতালের স্টাফদের বলেন, ‘আমি শুধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা এই চমৎকার শিশু ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবার ও কথা বলার সুযোগ পেয়েছি।’

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ওয়াশিংটনে বাস করেন। গত বছর তিনি সান্তা সেজে একটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাবে স্কুলের শিক্ষার্থীদের আনন্দদান করেন।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি