ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রানওয়েতে ড্রোন

যুক্তরাজ্যে ৭৬০টি ফ্লাইট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ২১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪৮, ২১ ডিসেম্বর ২০১৮

ড্রোনের কারণে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের কয়েক শ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক যাত্রী।

স্থানীয় সময় বুধবার রাতে বিমানবন্দরটির রানওয়ের উপর ড্রোন উড়তে দেখা যায়, যার কারণে রানওয়ে বন্ধ করে দেয়া হয়। খবর বিবিসির।

কর্তৃপক্ষ বলেছে এর সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। তবে ড্রোনের উড্ডয়ন বন্ধ না হওয়া পর্যন্ত ফ্লাইট স্বাভাবিক হবে না।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টায় হঠাৎ দুটি ড্রোন নজরে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের। এসময় দেখা যায়, রানওয়েটি যেখান থেকে পরিচালনা করা হয় সেই কন্ট্রোল রুমের দিকে আসছে দুটি ড্রোন। এরপরই রানওয়ে বন্ধ করে দেয়া হয়। এরপর বৃহস্পতিবার ভোর রাত ৩টায় রানওয়ে খুলে দেয়া হয়। কিন্তু ৪৫ মিনিট পর আবার ড্রোন দুটি নজরে আসে। ফলে আবারও রানওয়েটি বন্ধ করা হয়। এতে দুদিনে কমপক্ষে ৭৬০টি ফ্লাইট বাতিল করা হয়। ভোগান্তিতে পড়েন কমপক্ষে ১ লাখ ১০ হাজার যাত্রী, যারা গ্যাটউইক বিমানবন্দর থেকে উড্ডয়ন কিংবা এখানে এসে অবতরণ করতেন।

এ সম্পর্কে গ্যাটউইক বিমানবন্দরের চিফ অপারেটিং অফিসার ক্রিস উডরফ বলেন, ড্রোনের অপারেটরদের খুঁজতে শুরু করেছে পুলিশ। তাদের পাওয়া গেলেই সমস্যার সমাধান হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি