ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ভারতে ফ্লাইওভারে ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৪ ডিসেম্বর ২০১৮

ভারতের দিল্লি-হরিয়ানা মহাসড়কের একটি ফ্লাইওভারে প্রায় ৫০টি গাড়ির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা অনেক।

সোমবার সকালে ঘন কুয়াশার জন্য হরিয়ানায় পঞ্চাশটি গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে।   প্রথমে প্রাপ্ত খবর অনুসারে মৃতের সংখ্যা ছিল সাত, পরে তা বেড়ে দাঁড়ায় আট।   

ঘটনাটি ঘটেছে দেশটির রোহতক-রেয়ারি-র হাই ওয়েতে। কুয়াশার জন্য দৃশ্যমানতা প্রায় শূন্য থাকার জন্য এই ঘটনা ঘেটেছে। পঞ্চাশটি গাড়ির মধ্যে বাচ্চাদের স্কুলের গাড়ি ও বাস ছিল। 

এদিকে আহতদের দেখতে হাসপাতালে যান হরিয়ানার কৃষিমন্ত্রী ওম প্রকাশ৷ মৃতদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন৷ জানান, মৃতদের পরিবারকে দুই লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা দেওয়া হবে৷

সূত্র: এনডিটিভি, কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি