আইএস নির্মূলে এরদোগানের ওপর আস্থা ট্রাম্পের
প্রকাশিত : ১৩:৫৩, ২৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫৬, ২৫ ডিসেম্বর ২০১৮
আইএস যে পুরোপুরি নির্মূল হয়নি, ট্রাম্প নিজেও সেটা মানছেন। তবে তিনি বাকী আইএস সদস্যদের নির্মূলে আস্থা রাখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের ওপর।
রোববার এক টুইটে তিনি বলেন, ‘তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান নিজে আমায় কথা দিয়েছেন, আইএসের শেষ দেখে ছাড়বেন।
এসময় তিনি জোর দিয়ে বলেন, এ কাজটা শুধু তিনিই (এরদোগান)পারবেন। তার পরেই তিনি এক লাইন লেখেন— ‘আমার সেনারা ঘরে ফিরছে।’
ট্রাম্পের এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনেকে বারাক ওবামার পদাঙ্ক অনুসরণ বলছেন। মুসলিম দুনিয়ায় জর্জ ডব্লিউ বুশের সেনা মোতায়েনকে চ্যালেঞ্চ করেই হোয়াইট হাউসে এসেছিলেন ওবামা। সেই মতো ২০১১-তেই ইরাক থেকে সেনা তুলে নেন তিনি।
কিন্তু ২০১৪-য় ফের মসুলের দখল নেয় জঙ্গিরা। আবারও নামে মার্কিন সেনা। ট্রাম্পের সিরিয়া-সিদ্ধান্তকেও কূটনীতিকদের অনেকে ‘রাজনৈতিক’ বলছেন।
নিজ দল রিপাবলিকান পার্টির অনেক জ্যেষ্ঠ নেতাসহ কয়েকটি মিত্র দেশ তার এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার জঙ্গি গোষ্ঠী আইএস এর পুনরুত্থান ঘটাতে পারে।
এমএইচ/
আরও পড়ুন