ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সবচেয়ে প্রংশসিত নারী মিশেল ওবামা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিনিদের কাছে সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে স্থান পেয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। দীর্ঘদিন ধরে পছন্দের শীর্ষে থাকা আরেক সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে হারিয়ে শীর্ষে উঠে এলেন মিশেল।

বার্ষিক গ্যালাপ ভোটে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি ১৭ বছর ধরে আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন।

 অপরদিকে টক শোয়ের উপস্থাপক অপরাহ উইনফ্রে দ্বিতীয় অবস্থান অর্জন করেছেন।

অন্যদিকে পুরুষদের মধ্যে সবচেয়ে প্রশংসিত পুরুষ হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।  দ্বিতীয় অবস্থানে রয়েছেন দেশটির বর্তমান  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি