ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ফিলিপিন্সে ৬.৯ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২৯ ডিসেম্বর ২০১৮

ফিলিপিন্সের ৬ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির মিন্দানাও দ্বীপের দক্ষিণে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পর পর্যবেক্ষকরা ফিলিপিন্স ও প্রতিবেশী ইন্দোনেশিয়ায় সম্ভাব্য সুনামির ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, এটি গভীরতা ছিল ৫৯ কিলোমিটার। ইউএসজিএস প্রাথমিকভাবে ওই ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২ মাত্রার বললেও, পরে তা ৬ দশমিক ৯ মাত্রায় নামিয়ে আনা হয়।

এদিকে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় ‘ভূমিকম্পের পর সম্ভাব্য বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে’ পড়তে পারে। তবে মার্কিন অঙ্গরাজ্য হাওয়াইয়ে সুনামির কোনও ঝুঁকি নেই।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি