ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২১:৩৪, ২ জানুয়ারি ২০১৯

ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী বলেছে পাকিস্তানের অংশে ভারতের একটি ড্রোন আসায় সেটা গুলি করে ভূপাতিত করা হয়।  

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর ওই ড্রোনটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছেন।   

অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখায় বাঘ সেক্টরে পাকিস্তান অংশের ভেতরে ওই ড্রোনটি গুলি করে ভূপাতিত করে পাকিস্তানি সেনারা।     

এ বছর পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে এটাই প্রথম কোনো ভারতীয় মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করলো পাকিস্তানিরা। গত বছর এমন চারটি ভারতীয় ড্রোনকে ভূপাতিত করেছিল পাকিস্তানের সীমান্ত রক্ষীরা।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একাউন্টে জেনারেল আসিফ গফুর লিখেন, একটি কোয়াডকপ্টার পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় অনুমোদন দেয়া হবে না ইনশাল্লাহ।

উল্লেখ্য, মনুষ্যবিহীন চার পা যুক্ত ড্রোনকে কোয়াডকপ্টার হিসেবে আখ্যায়িত করা হয়।

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি