‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরাক-তুরস্ক একসাথে কাজ করবে’
প্রকাশিত : ১৪:৩৬, ৪ জানুয়ারি ২০১৯
আঞ্চলিক সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে প্রতিবেশী ইরাকের সঙ্গে তুরস্ক কাজ করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আংকারায় ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালেহর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের ওপর তুর্কি বিমান হামলা নিয়ে যখন আংকারা ও বাগদাদের মধ্যে টানাপড়েন চলছে তখন তিনি এই বক্তব্য দিলেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সফল হওয়ার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব সম্পর্কে আমরা জানি। এ ক্ষেত্রে আমরা ভবিষ্যতে সহযোগিতা গভীর করব ইনশাল্লাহ।’
এরদোগান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরাক দুই পায়ে দাঁড়িয়েছিল এবং এ সহযোগিতা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
তিনি জোর দিয়ে বলেন, ইরাক ও তুরস্ক -দু দেশের জন্যই দায়েশ এবং কুর্দি গেরিলাদের মতো সন্ত্রাসী সংগঠনগুলো হুমকি।
দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকের সফলতার প্রশংসা করে এরদোগান বলেন, দেশটি পুনর্গঠনের ক্ষেত্রে অবদান রাখতে প্রস্তুত রয়েছে তুরস্ক।
সংবাদ সম্মেলনে ইরাকের প্রেসিডেন্ট বলেন, তার দেশ তুরস্কের কাছ থেকে সত্যিকারের সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব চায়। এই সহযোগিতা শুধু দু দেশের জন্য নয় বরং পুরো অঞ্চলের জন্য কাজে লাগবে।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন