ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

কুইন্সল্যান্ডে জেলিফিশের দংশনের শিকার ৫ হাজার মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৯ জানুয়ারি ২০১৯

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সমুদ্র সৈকতে ‘নীল আতঙ্ক’! এতে গুরুতর আহত হতে হলো ৫ হাজার মানুষকে। এক বিশেষ প্রজাতির জেলিফিশ, যাদের ব্লুবটল জেলিফিশ বলা হয়, তারাই এই কাণ্ডের জন্য দায়ী।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কুইন্সল্যান্ডের গোল্ড ও সানশাইন সমুদ্রতটে ঘটেছে এমনই ঘটনা।

এ ছাড়া, গত মাস ও চলতি মাসের প্রথম সাত দিনের হিসেবে ওই অঞ্চলে ২২ হাজার ২৮২ মানুষ চিকিৎসাধীন। যেখানে গত বছর এই সময়ে সংখ্যাটা ছিল সাত হাজারেরও কম। এ বছর সেই সংখ্যাটাই প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

তবে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এই প্রজাতির জেলিফিশের দেখা পাওয়া মোটেই বিরল নয়। মাঝেমধ্যেই কোনও কোনও পর্যটককে জেলিফিশ দংশনও করেছে। কিন্তু উত্তর-পূর্ব বায়ুপ্রবাহ বেড়ে যাওয়ার ফলেই ইদানীং বেশি পরিমাণে ব্লুবটল জেলিফিশ ভেসে আসছে সমুদ্রতটে। তাই বেড়েছে আক্রমণের ঘটনা।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি