ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ১১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:০৭, ১১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সিরিয়া থেকে মার্কিন সেনাদের ফেরত নেওয়া হবে বলে নতুনভাবে অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।  তিনি বলেছেন, কিছু মার্কিন ও আরব কর্মকর্তার সমালোচনা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে রাজধানী কায়রোয় যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পম্পেও।

তিনি বলেন, ‘আমাদের সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সে সিদ্ধান্ত বাস্তবায়ন করব।’

এসময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির সমালোচনা করেন। তিনি বলেন, এ অঞ্চলে আমেরিকার ভূমিকা দুর্বল করেছে তার প্রশাসন।

ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের জন্য তিনি আমেরিকার সাবেক প্রশাসনকে দায়ী করেন।

এছাড়া, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বেড়ে যাওয়ার জন্যও তিনি ওবামা প্রশাসনকে দোষারোপ করেন।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি