ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী ইভাঙ্কা ও নিকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ১২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:৫১, ১২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের ‘সম্ভাব্য প্রার্থী তালিকায়’ জাতিসংঘের সাবেক দূত নিকি হ্যালি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের নাম রয়েছে। শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

জিম ইয়ং কিম গত সোমবার আকস্মিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার তিন বছরেরও বেশি সময় আগে তিনি এমন ঘোষণা দিলেন।

ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, ইভাঙ্কা ট্রাম্প ও নিকি হ্যালির পাশাপাশি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য আরও কয়েকজনের নামও আছে, যাদের মধ্যে দেশটির ট্রেজারি আন্ডার সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড মালপাস ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান মার্ক গ্রিনও রয়েছেন।

অর্থ বিভাগের এক মুখপাত্র বলেন, অর্থবিভাগ বিশ্বব্যাকের এ পদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নামের সুপারিশ হাতে এসেছে। মার্কিন মনোনয়নের জন্য আমরা অভ্যন্তরীণ পর্যালোচনা প্রক্রিয়ার কাজ শুরু করেছি। আমরা বিশ্বব্যাংকের নতুন নেতা নির্ধারণ করতে গভর্নরদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

বিশ্বব্যাংক বোর্ড বৃহস্পতিবার জানায়, আগামী মাসের শুরুর দিকে দিকে নতুন নেতা নির্বাচনের জন্য তারা মনোনয়নের কাজ শুরু এবং মধ্য-এপ্রিল নাগাদ কাউকে জিম ইয়ং কিমের স্থলাভিষিক্ত করবে।

 

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি