ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চীনে কয়লা খনি বিস্ফোরণ: নিহত ২১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৪৫, ১৩ জানুয়ারি ২০১৯

চীনের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২১ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানঝিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

উদ্ধার অভিযানে ১৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। পরে বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এটি চলতি বছরে দেশটির কয়লা শিল্পে সবচেয়ে বড় দুর্ঘটনা। নিরাপদ ঝুকি ব্যবস্থাপনা পরিস্থিতি নাজুক হওয়ায় নিয়মিত চীনে এরকম খনি বিস্ফোরণে নিহতের খবর পাওয়া যায়।

স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটায় শানঝি প্রদেশের শেনমু শহরে বেইজিং মাইনিং কোম্পানি লিমিটেডের লিজাগো খনিতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এ সময় খনির ভেতরে ৮৭ জন শ্রমিক কাজ করছিলেন। আটক শ্রমিকদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি