আবারো বিক্ষোভে উত্তাল ফ্রান্স
প্রকাশিত : ১৪:২২, ১৩ জানুয়ারি ২০১৯
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও জীবন যাপনের ব্যয় বৃদ্ধিসহ নানা ইস্যুতে ফ্রান্স জুড়ে আবারো আন্দোলনে নেমেছে হাজার হাজার ‘ইয়োলো ভেস্ট’ বিক্ষোভকারীরা।
শনিবার রাজধানী প্যারিসসহ দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল অন্তত ২৪৪ জন ইয়েলো ভেস্ট আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। শুধু রাজধানী প্যারিসেই আটক করা হয়েছে ১৫৬ জনকে।
রাজধানী প্যারিসসহ গোটা দেশে টানা নবম সপ্তাহের মতো এই বিক্ষোভ চলছে। শনিবার দেশজুড়ে প্রায় ৮৪ হাজার বিক্ষোভকারী মাঠে নামে বলে জানানো হয়েছে।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বিক্ষোভকারীদের এমন আন্দোলনের প্রেক্ষিতে আগামী ১৫ জানুয়ারি একটি জাতীয় বিতর্কের আয়োজন করা হবে। এই বিতর্কে ট্যাক্স, গ্রিন এনার্জি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও নাগরিকত্ব ইস্যু নিয়ে আলোচনা করা হবে।
এর আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গত ১৭ নভেম্বর থেকে ব্যাপক গণ-আন্দোলনের মুখে পড়েছে ফ্রান্সের ইমানুয়েল ম্যক্রোঁর সরকার।
এদিকে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের চাপে পড়ে গত ১০ ডিসেম্বর জ্বালানি তেলের কর বৃদ্ধি বাতিল এবং অবসর ভাতা ও ওভারটাইমের আয়ের ওপর থেকে কর প্রত্যাহারের ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: বিবিসি
এমএইচ/
আরও পড়ুন