ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কিমের কাছে ট্রাম্পের চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৩৭, ১৬ জানুয়ারি ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনর কাছে চিঠি পাঠিয়েছেন। কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠকের বিষয়ে তিনি এই চিঠি পাঠিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

সম্প্রতি মার্কিন এক কর্মকর্তা চিঠিটি পিয়ংইয়ংয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন জানা গেছে। 

উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং চোল উত্তর কোরিয়ার পক্ষে সমঝোতায় নিয়োজিত। তিনি শিগগিরই ওয়াশিংটন সফর করবেন এবং দ্বিতীয় বৈঠক নিয়ে আলোচনার করবেন।

ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠককে সমর্থন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন।

এর আগে গত বছরের ১২ জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের বিলাসবহুল ক্যাপেলা হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ওই বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, “খুবই ভালো বৈঠক হয়েছে এবং আমাদের দুজনের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হতে পারে এতে কোনো সন্দেহ নেই।”

কিম বলেছিলেন, “এ বৈঠকে বসা খুব সহজ ব্যাপার ছিল না। পুরনো কুসংস্কার এবং অভ্যাসগুলো এ ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে এসেছে কিন্তু আমরা সেগুলোকে উতরে যেতে পেরেছি।”

কিন্তু ওই বৈঠকের পর এখনো উভয় দেশের মধ্যে তেমন কোনো সমঝোতা দেখা যায় নি। 

তথ্যসূত্র: সিএনএন

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি