ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লস অ্যাঞ্জেলেসে শিক্ষকদের ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ১৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে শিক্ষকদের ধর্মঘট চলছে। ধর্মঘটে সরকারি স্কুলের শিক্ষকদের সঙ্গে কিছু বেসরকারি স্কুলের শিক্ষকও যোগ দিয়েছেন।  
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠের রাস্তাগুলোতে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় তারা বেতন বাড়ানো, ক্লাস ছোট করা এবং স্টাফদের প্রতি আরো সরকারি সহযোগিতার দাবি জানান।
ক্যালিফোর্নিয়া শিক্ষক ইউনিয়নের তথ্য অনুসারে- এই প্রথম অঙ্গরাজ্যের বেসরকারি স্কুলগুলো এ ধরনের আন্দোলনে যোগ দিল।
গত শুক্রবার লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এবং ইউনাইটেড টিচার্স লস অ্যাঞ্জেলেস একটি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর সোমবার থেকে শিক্ষকরা সেখানে ধর্মঘট শুরু করেন। লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষকদের জন্য যেসব সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে, শিক্ষক সংগঠন তা ‘অপমান’ বলে প্রত্যাখ্যান করেছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সেটি বিষয়টি সমাধানে এখন মধ্যস্থতা করছেন।
সূত্র : পার্সটুডে
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি