ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ট্রাম্পের ‘শতাব্দির সেরা চুক্তি’ ব্যর্থ হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ১৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৩৫, ১৮ জানুয়ারি ২০১৯

ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে প্রস্তাব দিয়েছে তার মৃত্যু ঘটবে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ বা পিএ।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেল ট্রাম্পের ‘শতাব্দির সেরা চুক্তি’ নামের কথিত শান্তি প্রস্তাবের বিস্তারিত তথ্য প্রকাশ পায়। প্রকাশের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে এ প্রতিক্রিয়া এলো।

বুধবার পিএ`র মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ  বলেন, ১৯৬৭ সালের আগের সীমানা ভিত্তিতে পূর্ব জেরুজালেম বা আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে সামান্যতম খর্ব করে এমন পদক্ষেপ নিশ্চিতভাবে ব্যর্থ হবে।

শতাব্দির সেরা চু্ক্তি বিষয়ে যে সব তথ্য এবং গুজব বের হয়েছে এবং তার প্রতি আঞ্চলিক এবং আন্তর্জাতিক পক্ষগুলোর সমর্থন আদায়ের লক্ষ্যে যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা সফল হবে না।

ইসরাইলের টেলিভিশন চ্যানেল-১৩ একটি মার্কিন সূত্রের বরাত দিয়ে বলেছে, প্রস্তাবে  জর্ডান নদীর পশ্চিম তীরের ৮৫ থেকে ৯০ ভাগ ভূখণ্ডসহ পূর্ব জেরুজালেম বা আল কুদসের আরব এলাকাগুলোকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

এছাড়া, প্রস্তাবে পুর্ব জেরুজালেম আল কুদসের একাংশ এবং পুরাতন শহর এবং এ আশপাশের এলাকা নিয়ে গঠিত হোলি বাসিনের ওপর ইরসাইলের অধীনে থাকার কথা বলা হয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি