ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্প-কিম দ্বিতীয় শীর্ষ বৈঠক আগামী মাসে : হোয়াইট হাউজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৫৯, ১৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে সাক্ষাৎ করতে যাচ্ছেন বলে হোয়াইট হাউজ ঘোষণা করেছে। গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর এটি হবে দুই নেতার দ্বিতীয় সাক্ষাৎ।

উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং-চোল ওয়াশিংটনে এক নজিরবিহীন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেয়া হলো।

হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স জানিয়েছেন, কিম ইয়ং-চোলের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেছেন। এতে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার পাশাপাশি সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ বৈঠক নিয়ে কথা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

স্যান্ডার্স আরো জানান, উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিমের সঙ্গে বৈঠকে বসতে প্রেসিডেন্ট ট্রাম্প অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এ বৈঠকের স্থান আরো পরে জানানো হবে।

এদিকে ভিয়েতনামের একটি সরকারি সূত্র জানিয়েছে, দেশটি ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। এই বৈঠক রাজধানী হ্যানয় অথবা উপকূলীয় শহর ড্যানাং-এ হতে পারে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন শুয়ান ফুক ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হ্যানয় দুই নেতাকে স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুত রয়েছি।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি