ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে শাটডাউন

নিরাপত্তা দলকে পিৎজা খাওয়ালেন জর্জ বুশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:০০, ২০ জানুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার নিরাপত্তা কর্মীদের পিৎজা খাইয়েছেন। কারণ তার  নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা শাটডাউনের কারণে বেতন পাননি। বর্তমানে দেশটিতে আংশিক শাটডাউনের কারণে সরকারের কার্যক্রম বন্ধ রয়েছে।

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বুশ নিজে পিৎজা বহন করে নিয়ে যাচ্ছেন সিক্রেট সার্ভিস সদস্যদের কাছে।

বুশ ইনস্টাগ্রামে লিখেছেন, এখন আমাদের উভয়পক্ষের নেতাদের রাজনীতি দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হওয়ার সময়।

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট যে নিজে পিৎজা বহন করে নিয়ে যাচ্ছেন, এই ছবিটি ফ্লোরিডায় তোলা হয়েছে বলে তার একজন মুখপাত্র জানিয়েছেন।

দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার কারণে প্রায় আট লাখ ফেডারেল বা সরকারি কর্মীর বড় অংশই বেতন পাননি চার সপ্তাহের বেশি সময় ধরে। তাদের মধ্যে সিক্রেট সার্ভিসের ছয় হাজার সদস্য রয়েছে।

সরকারের কার্যক্রমের আংশিক শাট-ডাউনের কারণে বেতন না পেলেও তারা সকলেই কাজ করছেন।

সামাজিক মাধ্যমে জর্জ ডব্লিউ বুশ লিখেছেন, তার স্ত্রী লরা বুশ এবং তিনি বেতন না পাওয়ার পরও কাজ করার জন্য সিক্রেট সার্ভিস সদস্য এবং ফেডারেল কর্মীদের প্রতি কৃতজ্ঞ।

এছাড়া দেশটির নাগরিক যারা এই কর্মীদের সহায়তা করছে, তাদেরকেও ধন্যবাদ জানান বুশ।

সীমান্তে দেয়াল নির্মাণের বিরোধীতা করে ডেমোক্র্যাটরা তাতে বরাদ্দ দিতে অস্বীকৃতি জানায়।

তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তহবিল না পেলে বাজেটে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে অচলাবস্থার সৃষ্টি হয়।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি