মার্কিন যুদ্ধজাহাজকে দূরে থাকতে বললো রাশিয়া
প্রকাশিত : ১২:১৮, ২১ জানুয়ারি ২০১৯
ইউএসএস ডোনাল্ড কুক
কৃষ্ণসাগরে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে রাশিয়া বলছে, ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে দেশটি।
রুশ সিনেটের আলেক্সি পুশকোভ টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন রণতরি মাঝেমাঝেই কৃষ্ণ সাগর সফর করছে।
কৃষ্ণ সাগর সফররত মার্কিন রণতরির সঙ্গে ওয়াশিংটনের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির কারণেই এ সব যুদ্ধ জাহাজ কৃষ্ণ সাগরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মার্কিন সিনেটরদের আত্মতুষ্টির জন্য এ সব রণতরি কৃষ্ণ সাগর সফর করছে। মার্কিন রণতরিকে রাশিয়ার উপকূল থেকে দূরে থাকার জন্য হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন