মালিতে বন্দুকধারীর গুলিতে জাতিসংঘের ১০ শান্তিরক্ষী নিহত
প্রকাশিত : ১৮:২৫, ২১ জানুয়ারি ২০১৯

মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের ক্যাম্পে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন কমপক্ষে। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, নিহতরা আফ্রিকান দেশ চাঁদের সেনা।
রোববার সকালে এ হামলা চালানো হয়েছে। জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) এই হামলার দায় স্বীকার করেছে।
এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘৃণ্য হামলার নিন্দা জানিয়েছেন। হামলাকারীকার মোটরসাইকেল ও গাড়িতে করে এসে হামলা চালায়।
তথ্যসূত্র : আল-জাজিরা।
আরও পড়ুন